প্রচ্ছদ ›› বাণিজ্য

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে ইলিশ আহরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৩ ১৫:১৩:১৭ | আপডেট: ২ years আগে
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে ইলিশ আহরণ শুরু
প্রতীকী ছবি

টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে রোববার মধ্যরাত থেকে শুরু হবে ইলিশ শিকার। ফলে শনিবার সকাল থেকেই মাছঘাটগুলোতে বেড়েছে জেলেদের কর্মব্যস্ততা। মাছ ধরতে নৌকা ও জাল প্রস্তুত করছেন জেলেরা।

এর আগে ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। ইলিশের অভয়ারণ্য বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী- এই ছয় জেলা নিষেধাজ্ঞার আওতায় ছিল।

অভয়ারণ্য এলাকাগুলো মেঘনা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার, ভোলার শাহবাজপুর চ্যানেলে ৯০ কিলোমিটার, ভোলার তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার, চাঁদপুর জেলার নড়িয়া ও ভেদেরগঞ্জ উপজেলায় ২০ কিলোমিটার এবং হিজলা, মেহেন্দিগঞ্জ ও বরিশাল সদর উপজেলা, গজারিয়া ও মেঘনা নদীতে ৮২ কিলোমিটার।

এই নিষেধাজ্ঞার সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিবন্ধিত জেলেদের জন্য ৮০ কেজি চাল বরাদ্দ করেছে।

একক মাছের প্রজাতি হিসেবে দেশের মৎস্য উৎপাদনে ইলিশের অবদান সবচেয়ে বেশি। প্রতি বছর ইলিশের উৎপাদন বাড়াতে সরকার দুই মাসের জন্য ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে।