সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ দিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
রোববার ডিএসই’তে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২০ টির, কমেছে ২১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির।
ডিএসই সূত্রে জানা গেছে, ব্যাংক, টেক্সটাইল ও প্রকৌশল খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বিপরীতে বেড়েছে সেবা সিমেন্ট ও আইটি খাতের কোম্পানগুলোর শেয়ার দর।
এদিন ডিএসইতে ৬৫৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৮২ কোটি ৯১ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৯৩৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিলো।
আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫৯.৭৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ২.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৪.৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৪.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯১.২১ পয়েন্টে।