প্রচ্ছদ ›› বাণিজ্য

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:০৬:১১ | আপডেট: ১ year আগে
দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রপ্তানি-আমদানি কার্যক্রম আট দিন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সরকারি সাপ্তাহিক ছুটি মিলে আগামীকাল ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা আট দিন এই বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি বলেন, ৮ অক্টোবর শনিবার সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে এসময়ে বন্দর অভ্যন্তরে থাকা আমদানিকৃত পণ্য লোড আনলোডের কাজ স্বাভাবিক চলবে বলে জানান তিনি।