বৈদেশিক মুদ্রা লেনদেনের মাধ্যমে প্রবাসীরা দেশে অনুমোদিত ব্যাংকগুলোতে ডিপোজিট করতে পারবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসীরা বৈদেশিক মুদ্রা দিয়ে দেশের যেকোনো অনুমোদিত ব্যাংকগুলোতে ডিপোজিট করতে পারবেন। বিদেশ থেকে আগত যাত্রীরা নিজেদের সঙ্গে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনতে পারবেন। তবে এর পরিমাণ অনধিক ১০ হাজার মার্কিন ডলার বা এর সমতুল্য হতে হবে। এর থেকে বেশি হলে নির্দিষ্ট শুল্ক আদায় করতে হবে।
এদিকে, বিদেশ থেকে আগত প্রবাসীরা বাংলাদেশ ত্যাগের সময় তার হিসাব থেকে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নোট আকারে এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য বৈদেশিক মুদ্রা সঙ্গে রাখতে পারবেন।
প্রবাসী ব্যাক্তির নামে পরিচালিত বৈদেশিক মুদ্রা ডিপোজিটের মুনাফা বিদেশেও প্রেরণ করা যাবে। এতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।