দেশের আট বিভাগের মধ্যে ব্যবসার জন্য সবচেয়ে ভালো পরিবেশ রয়েছে ময়মনসিংহে। এর স্কোর ৬৫.২৩। অন্যদিকে ৫৫.৭৬ স্কোর নিয়ে সবচেয়ে খারাপ পরিবেশের অবস্থানে রয়েছে রংপুর বিভাগ।
বৃহস্পতিবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) এর যৌথভাবে করা এক জরিপ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
এছাড়া ৬৫ স্কোর নিয়ে ব্যবসার ভালো পরিবেশের দ্বিতীয় অবস্থানে সিলেট এবং তৃতীয় অবস্থানে রয়েছে চট্রগ্রাম। এর স্কোর ৬০.৮১। তবে ঢাকার অবস্থান রয়েছে পঞ্চমে। ঢাকার স্কোর ৫৮.৬১।
অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীর স্কোর রয়েছে ৫৯.৫৭। যার অবস্থান চতুর্থ। আর ৬ষ্ঠ ও ৭ম অবস্থানে রয়েছে বরিশাল ও খুলনা বিভাগ। এদের স্কোর যথাক্রমে ৫৮.৪৯ ও ৫৭.৯৭।