প্রচ্ছদ ›› বাণিজ্য

‘দেশে মূল্যস্ফীতি কমতে পারে নভেম্বরে’

নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২২ ১০:০৬:০৪ | আপডেট: ২ years আগে
‘দেশে মূল্যস্ফীতি কমতে পারে নভেম্বরে’

দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হলে নীতি সুদহার বাড়াতে হবে বলে মত দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে রপ্তানি বাধাগ্রস্ত হবে, হুন্ডির পরিমাণ বাড়বে। এ ছাড়া বিশ্বে মূল্যস্ফীতি না বাড়লে নভেম্বরে দেশে মূল্যস্ফীতি কমতে পারে।

রোববার পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমের নিজ কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের নীতি সুদহার বাড়াতে হবে। তা না হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। যাতে রপ্তানি বাধাগ্রস্ত না হয়, এ ছাড়া রেমিট্যান্স হুন্ডির মাধ্যমে আসা বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদের প্রস্তুতি আছে। আমরা করোনা পরিস্থিতি সামাল দিয়েছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে আগে থেকে আমাদের জানা ছিল না। এর পরও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য বাস্তবাায়নের মাধ্যমে আমরা এই সংকট মোকাবেলা করতে পারব।’

জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্য সংক্রান্ত নানা সুযোগ-সুবিধা কমে আসবে। সে ক্ষেত্রে মন্ত্রণালয়ভিত্তিক অ্যাকশন প্ল্যান আছে। বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ করা হচ্ছে।’