দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৬৯২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৯০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০২ কোটি ৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।
ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৪ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনেকৃত কোম্পোনিগুলোর মধ্যে বেড়েছে ৫৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫টির।