প্রচ্ছদ ›› বাণিজ্য

দেশের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২২ ২১:৩১:৩২ | আপডেট: ১ year আগে
দেশের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড
সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব থেকে ভালোমানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭ হাজার ২৪৭ টাকা হয়েছে। দেশের ইতিহাসে স্বর্ণের দামে এটি রেকর্ড।

রোববার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

নতুন মূল্য অনুযায়ী— সব থেকে ভালোমানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ২৪৭ টাকা করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ২৮১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪৫০ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৩৮৪ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ৭৯৯ টাকা বাড়িয়ে ৫৯ হাজার ৪৮৬ টাকা করা হয়েছে।

সোনার দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে।