প্রচ্ছদ ›› বাণিজ্য

দেশের ১ নম্বর ব্র্যান্ড হবে ভিসতা: ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২২ ১৯:২৮:৫৮ | আপডেট: ১ year আগে
দেশের ১ নম্বর ব্র্যান্ড হবে ভিসতা: ইলিয়াস কাঞ্চন

দেশের ১ নম্বর ব্র্যান্ড হবে ভিসতা বলে মন্তব্য করেছেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। উদ্যোক্তা পরিচালক হিসেবে ভিসতা ইলেকট্রনিক্সে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নন্দিত এ অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের এ পুরোধাকে বরণ করে নিতে মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে এক গ্রান্ড রিসিপশনের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

জনপ্রিয় এ অভিনেতা ও ভিসতার উদ্যোক্তা পরিচালক ইলিয়াস কাঞ্চন বলেন; ‘আমরা ১ নম্বর হতে চাই। আমরা যখন ওয়ালটনে ছিলাম তখন অন্য কেউ ছিলো না। আমরা গ্রামে গ্রামে মানুষের কাছে গিয়েছি ওই ব্র্যান্ডকে পরিচিত করতে। এভাবে আমরা ওয়ালটনকে ভালো অবস্থানে নিয়ে গেছি। আমি বিশ্বাস করি আমাদের সেই মেধা, যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে যা দিয়ে আমরা ১ নম্বর হতে পারবো।’

অনেক ভালোর প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন; ‘মাত্র এক বছর পাঁচ মাস বয়স ভিসতার। আর এরই মাঝে এখানে  প্রায় ১০০ লোক প্রত্যক্ষভাবে কাজ করছে এবং আমরা আশা করি আগামী পাঁচ বছরে কমপক্ষে অন্তত ৫ হাজার মানুষের কর্মসংস্থান আমরা করতে পারবো।

অনুষ্ঠানে ভিসতার টিম প্রসঙ্গে ডিরেক্টর উদয় হাকিম বলেন বলেন, ‘ইলেকট্রনিক্স সেক্টরে দেশের সবচেয়ে মেধাবী ও দক্ষ টিম এখন ভিসতায়। ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকামান হোসেন আকাশ ছিলেন ওয়ালটনের ইন্টারন্যাশনাল মার্কেটিং এবং পলিসি বিভাগের প্রধান, ভিসতার চেয়ারম্যান শামসুল আলম ছিলেন ওয়ালটনের সোর্সিং বিভাগের প্রধান আর ভিসতার আরেকজন পরিচালক মইনুল হক ছিলেন ওয়ালটনের প্রধান প্রকৌশলী।’

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন উদ্যোক্তা পরিচালক হিসেবে আমাদের সাথে যুক্ত হওয়ায় মেধা ও দক্ষতার সাথে ব্যক্তি ইমেজ ও বলিষ্ট নেতৃত্বের সমন্বয় হলো,’ যোগ করেন করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিম।

পণ্যের গুণগত মান দিয়ে তারা ইলেকট্রনিক পণ্যের জগতে ভিসতা ১ নম্বর হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন; ‘অধিক মুনাফা নয় বরং কম মুনাফা করে ক্রেতাদের কাছে রুচিশীল ও টেকসই পণ্য পৌঁছে দেওয়াই হবে ভিসতার প্রধান লক্ষ্য।’

বাংলাদেশের বাজারে সবার আগে এ্যান্ড্রয়েড টিভি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। টেলিভিশন দিয়ে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স  বাজারে আনবে ভিসতা। সর্বশেষ রেফ্রিজারেটর উৎপাদন ও বিপণনে যাবে প্রতিষ্ঠানটি।

২০২১ সালের জানুয়ারিতে যাত্রা শুরু ভিসতা। ভিসতা  শব্দের অর্থ দূরদর্শী। এর ভাবার্থ সাফল্যের সিঁড়ি।

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে রয়েছে ভিসতার কারখানা। সেখানে অ্যান্ড্রয়েড এবং বিভিন্ন ধরনের টিভি উৎপাদন চলছে।  চলতি বছরের মধ্যেই হোম অ্যাপ্লায়েন্স এবং এসি উৎপাদন কারখানা তৈরীর পরিকল্পনা রয়েছে। এরপর স্মার্ট রেফ্রিজারেটর উৎপাদনে যাবে ভিসতা।

এছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর, বিভিন্ন ধরনের মনিটর, ভিডিও ওয়াল, ডিজিটাল সাইনেজ, ডিজিটাল হোয়াইট বোর্ড্, রাউটার,  ল্যাপটপ, স্মার্ট মিরর,মেডিক্যাল  ডিসপ্লে, ভিআরএফ এসিসহ  বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করতে যাচ্ছে ভিসতা।