প্রচ্ছদ ›› বাণিজ্য

দ্বিতীয় স্পিনিং ইউনিটের যন্ত্রপাতি কিনবে এনভয় টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২২ ১৩:২২:৩৩ | আপডেট: ৩ years আগে
দ্বিতীয় স্পিনিং ইউনিটের যন্ত্রপাতি কিনবে এনভয় টেক্সটাইল

শতভাগ রপ্তানিমুখী ডেনিম উৎপাদনকারী কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড তার দ্বিতীয় স্পিনিং ইউনিটের (ব্লেন্ডেড ইয়ার্ন প্রজেক্ট) জন্য স্পিনিং মেশিনারি এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন করবে। এজন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কাছ থেকে ১.১ কোটি মার্কিন ডলারের দীর্ঘমেয়াদী ঋণের প্রস্তাব গ্রহণ করতে সম্মত হয়েছে কোম্পানিটির বোর্ড।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ফাইলিং থেকে এসব তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, দেড় বছরের গ্রেস পিরিয়ডসহ ৭ বছর পর্যন্ত ঋণের মেয়াদ থাকবে। সুবিধার শেষ তারিখের দেড় বছর পূর্তি থেকে শুরু করে সমান অর্ধ-বার্ষিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। উল্লিখিত ঋণটি চুক্তির শর্ত পূরণ এবং বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন সাপেক্ষে বিতরণ করবে এডিবি।

সোমবার লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় এনভয় টেক্সটাইলের শেয়ারের দাম ছিল ৪৫ টাকা। গত বছর জুড়ে দাম ২২.৫০ টাকা থেকে ৫৫.২০ টাকার মধ্যে ছিল।