পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো ক্যামিক্যাল এর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে। জুলাই-ডিসেম্বর ২০২২ সমাপ্ত সময়েরে জন্য কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। গত হিসাববছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ টাকা ৩৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৪২ ফয়সা। চলতি হিসাববছরের জুন মাসে এর পরিমাণ ছিল ১৪ টাকা ৫৮ পয়সা।
গত হিসাববছরের প্রথম ছয় মাসের তুলনায় ২০২২ এর প্রথম ছয় মাসে কোম্পানিটির ইপিএস কমার কারণ হিসেবে কোম্পানিটি বলছে, কাঁচামালের দাম বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং জ্বালনির মূল্য বাড়ার কারনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।