নওগাঁর রাণীনগরে সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৮৫তম রাণীনগর শাখা ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শাখার উদ্বোধন করেন।
এতে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর বক্তব্য রাখেন।
রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম কাজী আবদুর রহমানের সভাপতিত্বে জিএম মো. মজিবর রহমান, গোলাম মর্তূজা, সালমা বানু,শচীন্দ্র নাথ সমাদ্দার, তাহমিনা আখতার, ইয়াছমিন বেগম, মো. ওয়াহিদুল ইসলাম, ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহেদুর রহমান, ডিজিএম মাহবুবুল ইউনুসসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।