প্রচ্ছদ ›› বাণিজ্য

নতুন অর্থবছরে প্রবৃদ্ধি ৭.২ শতাংশের বেশি হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২১ ১৭:৪৩:০১ | আপডেট: ৪ years আগে
নতুন অর্থবছরে প্রবৃদ্ধি ৭.২ শতাংশের বেশি হবে: অর্থমন্ত্রী

২০২১-২২ অর্থবছরে প্রবৃদ্ধি ৭.২ শতাংশের বেশি হবে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার বিকেলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন: 'আমরা কর আইনকে আরও সহজ করার কথা ভাবছি। করের ক্ষেত্রগুলোর উপর ভিত্তি করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।'

তিনি বলেন: এর আগে সরকার করের হারকে বাড়িয়ে রাজস্ব আদায় বাড়াতে চেষ্টা করেছিল। করের হারটি নমনীয় হওয়া উচিত। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে আমরা সামনে আগাতে পারব না।

কামাল বলেন, অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের আর্থিক নীতি সহায়তা প্রদান করছে সরকার। কর্মসংস্থান সৃষ্টির জন্য কর ছাড় দেওয়ার কথা আলাদাভাবে চিন্তাভাবনা করছে।

মন্ত্রী বলেন: এবারের বাজেটে প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি হবে। প্রত্যেক সময় মানুষের চাহিদা পরিবর্তন হয়। তাতে ব্যবসায়ীদের মাঝেও পরিবর্তন আসে। সেই কারণে বাজেটকে ব্যবসায়ীবান্ধব রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। প্রস্তাবিত এ বাজেটে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা মোট জিডিপির ৬ দশমিক ২ শতাংশ