প্রচ্ছদ ›› বাণিজ্য

নতুন কোম্পানিতে বিনিয়োগ করবে এডিএন

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২২ ১৯:৪২:০১ | আপডেট: ৩ years আগে
নতুন কোম্পানিতে বিনিয়োগ করবে এডিএন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকমের পরিচালনা পর্ষদ এস ও এস ডেভেলপমেন্টের শেয়ার হস্তান্তর চুক্তি অনুমোদন করেছে। কোম্পানিটি এস ও এস ডেভেলপমেন্টের ৬০% শেয়ার অধিগ্রহণ করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এস ও এস ডেভেলপমেন্ট লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। শেয়ার অধিগ্রহণ করতে এডিএনের ২ কোটি টাকা ব্যয় হবে। শেয়ার অধিগ্রহণের অর্থ কোম্পানির নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করা হবে। এস ও এস ডেভেলপমেন্ট ফায়ার সিকিউরিটি সেবা দিয়ে থাকে।

কোম্পানিটি আরও জানায়, এস ও এস ডেভেলপমেন্ট “ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সাথে একটি যৌথ উদ্যোগে চুক্তি করেছে। ফায়ার গার্ড হিসাবে “ইনস্ট্যান্ট রেসপন্স সিস্টেমসহ একটি উদ্ভাবনী ডিভাইসের সাথে ফায়ার সিকিউরিটি সলিউশন সার্ভিস প্রদান করা হয়।

এডিএন ও এসওএসের মধ্যে এ চুক্তির মেয়াদ ১০ বছর। কোম্পানিটি আশা করছে, এর মাধ্যমে বছরে ৫০ কোটি টাকা রাজস্ব আসবে।