পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ নতুন ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কোম্পানিটি বাংলাদেশ এসইজেড লিমিটেড (বিএসইজেড) এর সাথে একটি চুক্তি সই করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চুক্তি অনুযায়ী সিঙ্গার বিডি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩৫ একর জমি লিজ নিবে। এই জমিতে কোম্পানিটি নতুন ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স করবে।
এ ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্সে ৭১ মিলিয়ন ইউরো (আনুমানিক) ৬৮০ কোটি টাকা বিনিয়োগ করা হবে কোম্পানি সূ্ত্রে জানা গেছে।
১৯৮৩ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮ টি শেয়ারের মধ্যে পরিচালকদের হাতে রয়েছে ৫৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৪.৬৫ শতাংশ, ৫.১৭ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে এবং বাকি ১৩.১৮ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
কোম্পানিটি গত অর্থবছরে ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
আরও পড়ুন- ডলারের একক রেট প্রত্যাহার