প্রচ্ছদ ›› বাণিজ্য

নতুন শেয়ার ইস্যু করে মূলধন বাড়াবে সিঅ্যান্ডএ টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১২:২০:৫৮ | আপডেট: ৩ years আগে
নতুন শেয়ার ইস্যু করে মূলধন বাড়াবে সিঅ্যান্ডএ টেক্সটাইল

সাখাওয়াত হোসেন সুমন

পুঁজিবাজারের ‘জেড’ ক্যাটাগরির বস্ত্র খাতের কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইল নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ৫০ কোটি টাকা মূলধন সংগ্রহের ঘোষণা দিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর সিঅ্যান্ডএ টেক্সটাইলের উদ্যোক্তা পরিচালকদের দায়-দেনাসহ ব্যাংকের ঋণ পরিশোধের শর্তে আলিফ গ্রুপকে অধিগ্রহণের সম্মতি দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তারপর একই বছরের ১ নভেম্বর এক সংবাদ সম্মেলনে আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম ঘোষণা দেন, ২০২২ সালের জানুয়ারি থেকে উৎপাদনে যাবে সিঅ্যান্ডএ টেক্সটাইল।

ঘোষণা দেয়ার তিন মাসে কোম্পানিটির কোনো অগ্রগতির খবর না থাকলেও নতুন পরিচালনা পর্ষদের মাধ্যমে উৎপাদন শুরুর বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন বাজার বিনিয়োগকারীরা।

বুধবার লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ার বিক্রেতা শূণ্য থাকলেও পরবর্তীতে সেখান থেকে সরে আসে। লেনদেনের দুই ঘন্টায় সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৩.৩৭ শতাংশ।

পুঁজিবাজরে বন্ধ ও লোকসানী এই কোম্পানিটি পরিচালনার জন্য গত বছরের ৯ সেপ্টেম্বর সিঅ্যান্ডএ টেক্সটাইলের পুরোনো পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়। নতুন পর্ষদ কোম্পানিটি চালুর উদ্দেশ্যে আলিফ গ্রুপের কাছে হস্তান্তর করে।

সিঅ্যান্ডএ টেক্সটাইল আলিফ গ্রুপের কাছে হস্তান্তর করা হলেও নিয়ন্ত্রক সংস্থার পুনগঠিত বোর্ডের মাধ্যমে এই মূলধন সংগ্রহ করা হবে। এজন্য নতুন শেয়ার ইস্যুর জন্য শেয়ার দর কোম্পানিটির গত এক বছরের ভারিত গড় মূল্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে বলে ডিএসই ওয়েব সাইটে জানানো হয়েছে।

সিঅ্যান্ডএ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ৫ কোটি টাকা ব্যয়ে কোম্পানির অবকাঠামো উন্নয়নের বিষয়েও অনুমোদন দিয়েছে বলে জানানো হয়েছে। কোম্পানিটির আগের যারা পরিচালনা পর্ষদে ছিলেন তাদের শেয়ার নতুন পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তরেরও অনুমোদন দেয়া হয়েছে।

সার্বিক বিষয় পরিচালনার জন্য আজিমুল ইসলামকে সিএনএ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যদি আলিফ গ্রুপেরও ব্যবস্থাপনা পরিচালক।

পুঁজিবাজারে আলিফ গ্রুপের দুটি কোম্পানি তালিকাভুক্ত আছে। এর একটি আলিফ ইন্ডাস্ট্রিজ এবং অপরটি আলিফ ম্যানুফ্যাকচারিং।

সিঅ্যান্ডএ টেক্সটাইলের বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৯ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানিটির ২০১৬ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার পর আর লভ্যাংশ দিতে পারিনি শেয়ারধারীদের।