প্রচ্ছদ ›› বাণিজ্য

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাত বাড়াচ্ছে সূচক

নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২২ ১২:৫৭:১৭ | আপডেট: ৩ years আগে
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাত বাড়াচ্ছে সূচক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিগুলোর অধিকাংশেরই দর বেড়েছে। এদিন তিনটি সূচকই দেখা যায় ঊর্ধ্বমুখী প্রবণতায়।

লেনদেন শুরুর ৩ ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৭২ পয়েন্টে পৌঁছায়।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয় ১ হাজার ৪৭১ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৪৮৬ পয়েন্টে।

৩ ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৭ কোটি টাকার।