প্রচ্ছদ ›› বাণিজ্য

নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮.৮৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২২ ১৪:১৯:১৩ | আপডেট: ২ years আগে
নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮.৮৫ শতাংশ
সংগৃহীত

নভেম্বরে দেশের মূল্যস্ফীতি কমে ৮.৮৫ শতাংশে  বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এর আগে অক্টোবরে দেশের মূল্যস্ফীতি ছিল ৮.৯১ শতাংশ।

সোমবার এক সংবাদ সম্মেলনে নভেম্বর মাসের মূল্যস্ফীতির তথ্য তুলে ধরেন মন্ত্রী।

দ্রব্যমূল্য এবং জ্বালানির রেকর্ড মূল্যবৃদ্ধির কারণে আগস্টে দেশের মূল্যস্ফীতি ৯.৫ শতাংশে পৌঁছেছিলো। কিন্তু সেপ্টেম্বরে তা কমে ৯.১ শতাংশ হয়েছিলো।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ৮.১৪ শতাংশে পৌঁছেছে যা অক্টোবরে ছিল ৮.৫০ শতাংশ।

বিবিএসের তথ্য বলছে, নভেম্বরে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯.৯৮ শতাংশে পৌঁছেছে। যা অক্টোবরে ছিল ৯.৫৮ শতাংশ।