প্রচ্ছদ ›› বাণিজ্য

নভেম্বরে রেমিট্যান্স বেড়ে ১.৫৯ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২২ ১৮:৪৮:০৮ | আপডেট: ২ years আগে
নভেম্বরে রেমিট্যান্স বেড়ে ১.৫৯ বিলিয়ন ডলার
সংগৃহীত

চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ তুলনামূলক কম থাকলেও গত নভেম্বর মাসে তা বেড়েছে।

নভেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহ ২.৬৪ শতাংশ বেড়ে ১.৫৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যে এ যেন কিছুটা হলেও স্বস্তি আনবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, নভেম্বরে ১.৫৯ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে তা ছিল ১.৫৫ বিলিয়ন ডলার।

এর আগে অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ ছিল ১.৫২ বিলিয়ন ডলার।