সরকার ২০২১-২২ অর্থবছরের বাজেটে নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা খাতের জন্য ২৬ হাজার ৮৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। প্রস্তাবিত বরাদ্দ আগের বাজেটের তুলনায় ৮.০৭ শতাংশ বেশি।
যা চলতি বাজেটে আছে ২৪ হাজার ৮৮১ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মূল বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগের জন্য ২৬ হাজার ৫১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। তবে সংশোধিত বাজেটে বরাদ্দ কমে ২৪ হাজার ৮৮১ কোটি টাকা করা হয়েছে।
ইতোমধ্যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জন্য ৩ হাজার ৮০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।