প্রচ্ছদ ›› বাণিজ্য

নানা অনিয়মের অভিযোগ, আইডিআরএ’র চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২২ ১৪:৪৭:৫২ | আপডেট: ৩ years আগে
নানা অনিয়মের অভিযোগ, আইডিআরএ’র চেয়ারম্যানের পদত্যাগ

আর্থিক অনিয়ম, ঘুষ-দুর্নীতিসহ নানান অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

বুধবার অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র দাখিল করেছেন । বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ (আইডিআরএ ) একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তার পদত্যাগের বিষয়ে বক্তব্য জানতে ড. এম মোশাররফ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আইডিআরএ নির্বাহী পরিতালক এস এম শাকিল আখতার বলেন , তার পদত্যাগের বিষয়ে আমরা শুনেছি । তবে মন্ত্রণালয় থেকে আমাদের বলা হয়নি এবং তার পরিবর্র্ত্ নতুন কাউকে দায়িত্ব দিয়ে এখনো কোন চিঠি ইস্যু করা হয়নি।

ড. এম মোশাররফ হোসেন ২০১৮ সালের ৪ এপ্রিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (লাইফ) হিসেবে নিয়োগ পান।

এরপর ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর তাকে পরবর্তী ৩ বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যান নিযুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সে হিসাবে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে ।