প্রচ্ছদ ›› বাণিজ্য

নাভানা ফার্মা’র বিডিংয়ের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২২ ১২:৪৬:১২ | আপডেট: ৩ years আগে
নাভানা ফার্মা’র বিডিংয়ের তারিখ নির্ধারণ

বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসবে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির বিডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটির বিডিং আগামী ৪ জুলাই বিকাল ৫টায় শুরু হয়ে চলবে ৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৮ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৬তম কমিশনের সভা নাভানা ফার্মার বিডিংয়ের অনুমোদন দেয়া হয়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে।

কোম্পানিটি প্রথমে নিলামের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত দামের চেয়ে ৩০ শতাংশ কম দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।