প্রচ্ছদ ›› বাণিজ্য

নাম বদলে যাচ্ছে বে‌সিক ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৩ ১৯:৫৪:৩৩ | আপডেট: ১ year আগে
নাম বদলে যাচ্ছে বে‌সিক ব্যাংকের

নাম পরিবর্তন করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক লিমিটেডের। ব্যাংকটির নতুন হবে ‌‘বেসিক ব্যাংক পিএলসি’। মঙ্গলবার ব্যাংকের তৃতীয় বিশেষ সাধারণ সভায় (ইজিএম) নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

ইজিএমে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেমের সভাপতিত্বে ব্যাংকের শেয়ারহোল্ডার, সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান, মো. এম. লতিফ ভূঞা এবং মো. রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল ও কোম্পানি সচিব মো. হাসান ইমামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ লিমিটেড কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১-ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় ‘সীমিতদায় (লিমিটেড) পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য বেসিক ব্যাংকের নাম পরিবর্তিত করে বে‌সিক ব্যাংক পিএলসি করা হয়েছে।