নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে আদমজী ইপিজেডের সামনের সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এ সময় আদমজী ইপিজেডের পশ্চিম পাশে ডিএনডি লেক সংলগ্ন সড়কটিও অবরোধ করে রাখেন তারা।
এদিন সকালে প্রায় দুই শতাধিক শ্রমিক আদমজী ইপিজেডের সামনে সমবেত হয়ে গার্মেন্টস কর্মী নিহতের সুষ্ঠু বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় আন্দোলনরত শ্রমিকরা বেশ কয়েকটি দাবিও উত্থাপন করেন।
দাবিগুলো হলো- ১) আদমজী ইপিজেডের মেইন গেট ও পকেট গেট এর সামনে ইজিবাইক সকাল সাড়ে ৬টা থেকে কোনোভাবেই যাত্রী উঠাতে ও নামাতে পারবে না। ২) মেইন গেট ও পকেট গেট এর সামনে ২টা আইলেন দিতে হবে। ৩) অফিস চলাকালীন এবং অফিস ছুটিকালীন মেইন গেট ও পকেট গেট এ ট্রাফিক পুলিশ থাকতে হবে। ৪) মেইন গেট ও পকেট গেটে রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রিজ চাই।
পরবর্তী সময়ে শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আইনুল হক ও বেপজা কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা আগামী ১৩ আগস্ট শ্রমিকদের প্রতিনিধি ও ট্রাক মালিক পক্ষ উভয়ের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সকাল পৌনে ৯টায় অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের রেমি হোল্ডিং এর সামনের সড়ক পারাপারের সময় একটি তেলবাহী লরি পারভিন আক্তার (৩৩) নামের এক গার্মেন্টস কর্মীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত পারভীন আক্তার আদমজী ইপিজেডের উর্মি গার্মেন্টসের শ্রমিক বলে জানা যায়।