প্রচ্ছদ ›› বাণিজ্য

নিজেদের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় কানাডা-বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২২ ১৮:১৩:৪১ | আপডেট: ৩ years আগে
নিজেদের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় কানাডা-বাংলাদেশ

বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ করতে চায় কানাডা-বাংলাদেশ।

বুধবার ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার ড. লিলি নিকোলস এর সাথে মতবিনিময়ের সময় এ সব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের তৈরী পোশাক রপ্তানির বড় বাজার কানাডা। দেশটি থেকেও বিপুল পরিমাণে ভোজ্য তেল আমদানি করে বাংলাদেশ। উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির বিপুল সুযোগ রয়েছে, এ সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ।’

কানাডার হাই কমিশনার ড. লিলি নিকোলস বলেন, ‘কানাডা বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। দেশটিতে বাংলাদেশের তৈরী পোশাকের বিপুল চাহিদা রয়েছে। কানাডার ক্যানোলা ভোজ্য তেলও বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে রপ্তানি করার সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘উভয় দেশের গভঃ টু গভঃ (জিটুজি) পদ্ধতিতে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে আমদানি করতে পারে। এ বিষয়ে কানাডা সরকার সব ধরনের সহযোগিতা করবে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশ চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ মাসের মধ্যে ১ হাজার ৭০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য কানাডায় রপ্তানি করেছে। একই সময়ে কানাডা থেকে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার সমমুল্যের পণ্য আমদানি করেছে।

এদিকে, বাংলাদেশ তৈরী পোশাক রপ্তানিতে বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। উন্নত ও আধুনিক পদ্ধতিতে পোশাক তৈরী ও রপ্তানি করছে বাংলাদেশ। ইউএস গ্রীণ বিল্ডিং কাউন্সিল বিশ্বের ১৫৭টি ফ্যাক্টরির মধ্যে প্রথম ১০টির ৯টিই বাংলাদেশে।