প্রচ্ছদ ›› বাণিজ্য

‘নিত্যপণ্যের দাম কবে কমবে, জানতে যেতে হবে ব্রাজিল-আর্জেন্টিনা’

নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২২ ১৫:৩০:৪৮ | আপডেট: ৩ years আগে
‘নিত্যপণ্যের দাম কবে কমবে, জানতে যেতে হবে ব্রাজিল-আর্জেন্টিনা’
সংগৃহীত

নিত্যপণ্যের দাম বাড়তে থাকার ঘটনায় আন্তর্জাতিক বাজারকে দায়ী করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দাম মানুষের নাগালে কবে আসবে, তা আমার জানা নেই। এটির উত্তর জানতে হলে আমাকে আর্জেন্টিনা-ব্রাজিলে যেতে হবে।

বুধবার দুপুরে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক বাজারে দাম না কমা পর্যন্ত কিছুই করার নেই জানিয়ে মন্ত্রী বলেন, কলকাতায় খবর নিন সেখানে কত দামে তেল বিক্রি হচ্ছে। মানুষকে বৈশ্বিক অবস্থা জানাতে হবে।

তিনি বলেন, শ্রীলঙ্কায় বিপদ বলে আমাদের বিপদ তা তো নয়। আমরা তো তাদের সহায়তা করেছি। আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই।

ডলারের দাম বাড়ায় সমস্যা তৈরির বিষয়ে তিনি বলেন, আমাদের দুই বছর আমদানি কম ছিল। এখন খুলে যাওয়ায় ক্যাপিটালে প্রভাব পড়েছে, দুই বছরের চাপ পড়েছে একসঙ্গে। সবকিছু মিলে একটা প্রভাব পড়েছে।

বৈদেশিক রিজার্ভে চাপ পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গত দুই বছর আমদানি কমায় বেড়েছিল রিজার্ভ। এখন চাপ পড়ায় এই সমস্যা হচ্ছে।