সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি।
সকাল ৯টা ৩০ মিনিটে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা ৩০ মিনিটেও লেনদেন শুরু হবে। ডিএসই’র ওয়েবসাইটে এমন একটি এন্যাওন্সমেন্ট থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (১০টা ৪৫ মিনিট) লেনদেন শুরু হয়নি।
এর আগে গত ২৪ অক্টোবর ট্রেডিং সফটওয়্যারে সমস্যা দেখা দিয়েছিল। ওইদিন সকাল ১০টা ৫৮ মিনিট থেকে বন্ধ হয়ে যায় লেনদেন। যা দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত বন্ধ ছিলো। এরপর থেকে আবারও লেনদেন শুরু হয়। যা চলে ২টা ২৫ মিনিট পর্যন্ত।
ওইদিন পোস্ট ক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা ২টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়েছিল।
এ বিষয়ে ডিএসইর ডিজিএম শফিকুর রহমান দ্য বিজনেস পোস্ট’কে বলেন, ‘সার্কিট ব্রেকার জনিত সমস্যার কারণে ডিএসই’তে লেনদেন শুরু করতে দেরি হচ্ছে।’
লেনদেন কখন নাগাদ শুরু হতে পারে এ বিষয়ে সঠিক সময় জানাতে পারেননি তিনি।
ডিএসইর সাবেক পরিচালক শাকিল রিজভী দ্য বিজনেস পোস্ট’কে বলেন, ‘আজকে যে সার্কিট ব্রেকার জনিত সমস্যা টা হয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ চাইলে গতকালই এটার সমাধান করা যেতো।’
তবে, সকাল ১০টা ৪৫ মিনিটের পর বেলা ১১ টায় লেনদেন শুরু হবে বলে ডিএসই’র ওয়েবসাইটে অ্যানাওন্সমেন্ট দেয়া হয়েছে।