প্রচ্ছদ ›› বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন

নিয়ম লঙ্ঘন করে ২০০ কোটি টাকা ঋণ

১০ নভেম্বর ২০২১ ১৫:৩৯:২২ | আপডেট: ৩ years আগে
নিয়ম লঙ্ঘন করে ২০০ কোটি টাকা ঋণ

নিয়াজ মাহমুদ

নিয়ম লঙ্ঘন করে বিএলআই ক্যাপিটালকে ২০০ কোটি টাকা ঋণ দিয়েছে সাউথইস্ট ব্যাংক, এমন তথ্যই পেয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল। কেন্দ্রীয় ব্যাংক ও পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটিকে এ ঋণ দেয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, যেকোনো সংশ্লিষ্ট পক্ষের ঋণকে ১০০ শতাংশ জামানতের আওতায় আনতে হবে, কিন্তু জামানত না রেখেই এ ঋণ দিয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি।

পরিদর্শন দল আরও তথ্য পায়, তালিকাভুক্ত বেসরকারি ব্যাংকটি নিয়ম লঙ্ঘন করে ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের সংশ্লিষ্ট কোম্পানি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির শেয়ার নিয়েছে। গত ১৭ বছর ধরে ব্যাংকটির নেতৃত্ব দিচ্ছেন কবির।

প্রতিবেদনে বলা হয়, বিএলআই ক্যাপিটাল শেয়ারের ৯৯.৯৯ শতাংশই বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের। আলমগীরের ছেলে রায়ান কবিরের বে লিজিংয়ের শেয়ার রয়েছে বলেও তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

চলতি বছরের জুলাই পর্যন্ত ব্যাংকটির কাছে ১.৪ কোটি বে লিজিং শেয়ার রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

নিয়ম লঙ্ঘন করে এশিয়া ইনস্যুরেন্সের ৪০.৯৯ লাখ শেয়ার কিনেছে সাউথইস্ট ব্যাংক।

এশিয়া ইনস্যুরেন্সের ১৩.৯৯ লাখ শেয়ার রয়েছে আলমগীরের এবং ব্যাংকের পরিচালক রায়ান ৫৫ হাজার ১২৫টির মালিক।

কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন অনুসারে, ব্যাংকটি ২০০৭ সালে ভেঞ্চার ইনভেস্টমেন্ট পার্টনারস বাংলাদেশসহ বেশ কয়েকটি কোম্পানির প্রাক-আইপিও প্লেসমেন্ট শেয়ার কিনেছিল।

এ বিষয়ে সাউথইস্ট ব্যাংককের চেয়ারম্যান আলমগীর কবিরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

নিয়ম ভঙ্গের দায়ে সাউথইস্ট ব্যাংককে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে তার পরিশোধিত মূলধনের ২২.০৫ শতাংশ বিনিয়োগ করেছে।

একটি ব্যাংককে তার পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ১০ শতাংশ এবং একটি কোম্পানিতে মোট মূলধনের ৫ শতাংশ বিনিয়োগ করার অনুমতি দেয়া হয়।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সাউথইস্ট ব্যাংক।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংকটির শেয়ার ০.৬৩ শতাংশ বেড়ে ১৫.৯ টাকায় দাঁড়িয়েছে। ওইদিন এর বাজার মূলধন ছিল ১ হাজার ৮৭৮ কোটি টাকার বেশি।

এছাড়া এর পরিশোধিত মূলধন ১ হাজার ১৮৯ কোটি টাকা এবং অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা।

এর উদ্বৃত্ত রিজার্ভ রয়েছে ১ হাজার ৭৮১ কোটি টাকা। গত বছর, এটি ১০ ​​শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করে।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ারের ৩০.৪২ শতাংশ ছিল স্পনসরদের, যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩৮.৭০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের ১.১৬ শতাংশ এবং জনসাধারণের ২৯.৭২ শতাংশের মালিকানা ছিল৷

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সাউথইস্ট ব্যাংকের মুনাফা কমেছে। জুলাই-সেপ্টেম্বর মেয়াদে কোম্পানিটি মুনাফা করেছে ৬৭.৮৮ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৭.২৫ কোটি টাকা।