প্রচ্ছদ ›› বাণিজ্য

বাণী

‘নূর আলী ফ্যামিলি ট্রাস্ট’ একদিন বিশ্বদরবারে বিরল দৃষ্টান্ত স্থাপন করবে

চেয়ারম্যান, নূর আলী ফ্যামিলি ট্রাস্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২০:৩০ | আপডেট: ২ years আগে
‘নূর আলী ফ্যামিলি ট্রাস্ট’ একদিন বিশ্বদরবারে বিরল দৃষ্টান্ত স্থাপন করবে
মোহা. নূর আলী

আজ ২২ শে ফেব্রুয়ারী, আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দময় এবং গুরুত্বপূর্ণ একটি দিন। গত বছর এই দিনে ‘নূর আলী ফ্যামিলি ট্রাস্ট’ একটি নতুন স্বপ্নের পথ ধরে যাত্রা শুরু করে এবং সফলতার সাথে একটি বছর পূর্ণ করে। বহু বছর ধরেই এমন একটি ট্রাস্ট গঠনের স্বপ্ন আমাদের পরিবারকে তাড়া দিয়ে এসেছিলো। সেই অনন্য স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রথমেই আমি মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করছি।

শুধুমাত্র দেশে নয়, বরং আমরা একটি বিশ্বমানের সংস্থা হিসেবে এটিকে দেখতে চাই। আমরা চাই আমাদের এই শুদ্ধ প্রচেষ্টাগুলো যেন অতীতের মতো আগামীতেও আরো বেশি সফলতা অর্জন করে দেশ ও জাতির সার্বিক উন্নয়নের অংশীদার হতে পারে। আমাদের এই নতুন যাত্রা অনেক দীর্ঘ।

আমাদেরকে আরও অনেক দীর্ঘপথ পাড়ি দিতে হবে। ধাপে ধাপে ইউনিক গ্রুপের সকল অঙ্গ প্রতিষ্ঠানসমূহকে সুপরিকল্পনার সাথে ‘নূর আলী ফ্যামিলি ট্রাস্ট’-এর অধীনে নিয়ে আসতে হবে যাতে আজ হতে শতবর্ষ পরেও বাংলাদেশের একটি শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে।

আমি বিশ্বাস করি, যেদিকে দৃষ্টি সেদিকেই সৃষ্টি। যেহেতু আমরা এদিকে দৃষ্টি দিয়েছি নিশ্চয়ই মহান আল্লাহ তায়ালা আমাদের সহায় থাকলে ‘নূর আলী ফ্যামিলি ট্রাস্ট’ একদিন বিশ্বের অন্যান্য সফল ট্রাস্ট উদ্যোগের মতোই আগামী শতবর্ষ পর্যন্ত বিশ্বদরবারে এটি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করবে।

আজকের এই ‘নূর আলী ফ্যামিলি ট্রাস্ট’-এর প্রথম বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে আমি বলতে চাই, প্রত্যেকটা মানুষেরই উচিত আত্মকেন্দ্রিক চিন্তাধারার বলয় থেকে বেরিয়ে এসে মহান কিছু অর্জনের জন্য চিন্তাভাবনা করা। আমি মনে করি যে চিন্তাশক্তিকে সঠিকভাবে প্রয়োগ করলে প্রতিনিয়তই নতুন কিছু আবিষ্কার করা যায়, মহান কিছু অর্জন করা যায়।

আমি মনে করি ‘অতীত ফিরে আসবে না, অতীত থেকে শিক্ষা নিতে হবে, আগামীকাল পর্যন্ত বাঁচবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই’ সুতরাং বর্তমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আশাবাদী যে আমরা বর্তমান সময়টাকে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে সঠিকভাবে কাজে লাগালে, আমাদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করলে অবশ্যই আমরা সফল হবো। একই সাথে আমরা আশাবাদী যে ‘নূর আলী ফ্যামিলি ট্রাস্ট’ পরিবারের প্রত্যেকটি সদস্য সততা এবং একাগ্রতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।

পরিশেষে আমি ‘নূর আলী ফ্যামিলি ট্রাস্ট’-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহতায়ালার নিকট প্রার্থনা করছি। এরই পাশাপাশি যারা দীর্ঘ সময় ধরে ‘নূর আলী ফ্যামিলি ট্রাস্ট্র’-এর পাশে আছেন তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।

মোহা. নূর আলী
চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ
নূর আলী ফ্যামিলি ট্রাস্ট