ন্যায্য মূল্যের চেয়ে কম দামে ক্রয়াদেশ চুক্তি না করতে পোশাক খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে এ বিষয়ে আরও সতর্ক হওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, ‘কোনো অবস্থাতেই আমরা যেন স্বাভাবিক উৎপাদন মূল্যের চেয়ে কম দামে অর্ডার নেগোশিয়েট না করি।’
শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্প্রতি যুক্তরাজ্য, বেলজিয়াম ও স্কটল্যান্ড সফরের ফলাফল জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করে সংগঠনটি।
এ সময় তুলা, সুতাসহ অন্যান্য কাঁচামাল ও পরিবহন খরচ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের পোশাকের মূল্যের ব্যাপারে আরও সংবেদনশীল হওয়ার অনুরোধ করেন বিজিএমইএ সভাপতি।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জ্যৈষ্ঠ সহ-সভাপতি এস.এম. মান্নান (কচি), সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মিরান আলী, রকিবুল আলম চৌধুরী, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, আসিফ আশরাফ, মো. মহিউদ্দিন রুবেল ও ব্যারিস্টার বিদ্যা অমৃত খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজিএমইএ এবং ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফাউন্ডেশনের (আইএএফ) যৌথ আয়োজনে আগামী বছরের নভেম্বরে ঢাকায় ৩৭তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।