ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়তে যাচ্ছেন দুই পরিচালক, যারা শিকদার পরিবারের বাইরের।
বাদ পড়তে যাচ্ছেন ব্যাংকটির পরিচালক মোয়াজ্জেম হোসাইন এবং তার ছেলে মাবরুর হোসাইন। তারা দুইজনই হোসাফ গ্রুপের পরিচালক। মোয়াজ্জেম হোসাইন গ্রুপটির প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান।
বৃহস্পতিবার দুপুরে অনলাইনে ব্যাংকটির ৩৯তম এজিএম অনুষ্ঠিত হয়। ব্যাংকটির পরিচালক রন হক শিকদার, মোয়াজ্জেম হোসাইন এবং মাবরুর হোসাইনের মেয়াদ শেষ হলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনলাইনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এই ভোটে রন হক শিকদার নির্বাচিত হলেও অপর দুই সদস্য নির্বাচিত হননি। এর ফলে তাদেরকে পর্ষদ থেকে বাদ পড়তে হচ্ছে।
মোয়াজ্জেম হোসাইন ও মাবরুর হোসাইন অনির্বাচিত হওয়ার ফলে ব্যাংকটিতে শিকদার পরিবারের বাইরের পরিচালকদের আধিপত্য কমেছে।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক শিকদারের মৃত্যুর পর ব্যাংকটির চেয়ারম্যান হন তার স্ত্রী মনোয়ারা শিকদার। এছাড়া ব্যাংকটিতে আরও পরিচালক হিসেবে রয়েছেন তাদের মেয়ে পারভিন হক শিকদার এবং দুই ছেলে রিক হক শিকদার এবং রন হক শিকদার।
ক্রেডিট কার্ড অনিয়ম এবং উচ্চ খেলাপি ঋণের কারণে ব্যাংকটি এখন নানামুখী সংকটে আছে। ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য উন্নয়নে সম্প্রতি এক চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক।
জুন শেষে ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাড়িয়েছে নয় হাজার ৩৯৪ দশমিক ২৯ কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের ২৩ দশমিক ২৪ শতাংশ।