ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। রোববার বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৩০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ সময় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৪০ টির, কমেছে ৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪১ টির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইক্স ১৬.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৯.৮৯পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭.৭৩ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ১০.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৯ .৭৯পয়েন্টে