সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। সেই সাথে কমেছে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
এদিন ডিএসইতে ৫৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের থেকে ১২১ কোটি ৬৭ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৭০২ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছিল।
আজ বেশিরভাগ খাতে দরপতন হলেও জ্বালনি খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৪ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২৯ টির, কমেছে ১৯৮ টির এবং অপরিবর্তীত রয়েছে ৫৫ টি কোম্পানির শেয়ার দর।