পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময়ের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিবে।
এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে ৩১ মে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯ পয়সা। এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৬ টাকা ৮৮ পয়সা। আগের বছরে একই সময়ে এর পরিমাণ ছিল যথাক্রমে ৬ টাকা ৯৩ পয়সা এবং ৪৪ টাকা ২৩ পয়সা।
বোনাস শেয়ার ঘোষণার কারণ হিসেবে কোম্পানিটি বলেছে, পরিশোধিত মূলধন বৃদ্ধির উদ্দেশ্যে বোনাস শেযার ঘোষণা করা হয়েছে।