দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার টেক্সটাইল, ব্যাংক, আইটি ও আর্থিক প্রতিষ্ঠান খাতের ওপর ভর করে সূচকের উত্থান হয়েছে। তবে, এদিন পাট খাত রয়েছে নেতিবাচক প্রবণতায়।
লেনদেন শুরুর ১ ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৭০৬ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৪৪১ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৪৩৮ পয়েন্টে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট।