প্রচ্ছদ ›› বাণিজ্য

পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ হিসাবও ক্রয়মূল্যে

নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২২ ২১:০২:৪৩ | আপডেট: ২ years আগে
পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ হিসাবও ক্রয়মূল্যে

ব্যাংকের মতো পুঁজিবাজারের আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সীমা (এক্সপোজার লিমিট) গণনার পদ্ধতি বাজারমূল্যের পরিবর্তে ক্রয়মূল্যে করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এর আগে ৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিটের হিসাব হবে শেয়ারের ‘ক্রয়মূল্যের’ ভিত্তিতে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের ধারণকৃত পুঁজিবাজারে তালিকাভুক্ত সব ধরনের শেয়ার, ডিভেঞ্চার, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য নিদর্শনপত্রে ‘বাজারমূল্যের’ এর পরিবর্তে ‘ক্রয়মূল্যে’ বিবেচনা করতে হবে। ব্যাংক কোম্পানি আইনের প্রদত্ত ক্ষমতাবলে নতুন ওই নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।