প্রচ্ছদ ›› বাণিজ্য

পুঁজিবাজারে সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২২ ১৭:১৭:৩৩ | আপডেট: ২ years আগে
পুঁজিবাজারে সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরা
সংগৃহীত

প্রায় একমাস ধরে দেশের পুঁজিবাজারে নিম্নমুখী ধারা বজায় থাকলেও গত সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা সক্রিয় হয়েছেন। যার ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সূচক বেড়েছে।

সাম্প্রতিক সময়ে বাজার সংশোধনের ফলে বাজারে বিনিয়োগকারীদের আচরণে কিছুটা পরিবর্তন এসেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২৪ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৭ কোটি ৯৫ লাখ ৮২ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২.০৯ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩০ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৬ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৬ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ২ হাজার ২১৬ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬.২১ পয়েন্ট বা ১ দশমিক ২০ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে আইটি খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২২ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওষুধ-রসায়ন খাতে ১৭ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। জীবন বিমা খাতে ১২ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কাগজ খাতে ১০ শতাংশ, সেবা-আবাসন ও প্রকৌশল খাতে ৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪ শতাংশ ও সাধারণ বিমা খাতে ৪ শতাংশ, বিবিধ খাতে ৩ শতাংশ, সিমেন্ট টেলিকমিউকেশন খাতে ২ শতাংশ এবং পাট খাতে ১ শতাংশ লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র ৯টি খাতে।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ভ্রমণ-অবকাশ খাতে। এই খাতে ১৩.৬২ শতাংশ দর বেড়েছে। এরপরে আইটি খাতে ১২.২২ শতাংশ দর বেড়েছে। সিমেন্ট খাতে ১.৩৫ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে দশমিক ১২ শতাংশ, সিরামিক খাতে ৪৭ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ০৯ শতাংশ, খাদ্য খাতে দশমিক ২৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ১০ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ১২ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ৯ খাতে। খাতগুলো হচ্ছে- পাট, বিবিধ, মিউচ্যুয়াল ফান্ড, আর্থিক, কাগজ, ওষুধ-রসায়ন খাত, সেবা-আবাসন খাত, ট্যানারি খাত ও বস্ত্র খাত।