দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক ধারায় চলছে লেনদেন।
এ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন বেলা ১০টা ৫৫ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৫৮ পয়েন্টে।
এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১,৫১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২,৬১৮ পয়েন্টে।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০২ পয়েন্ট কমে ২০ হাজার ৬৪৮ পয়েন্টে অবস্থান করছে।