দেশের পুঁজিবাজারে বেশিরভাগ বহুজাতিক কোম্পানির ২০২২ হিসাববছরে নিট মুনাফা কমেছে। কোম্পানিগুলোর মুনাফা কমেছে বিশ্ববাজারে কাঁচামালের দর বৃদ্ধি এবং মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রার অবমূল্যায়নের কারণে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ১৩ টি বহুজাতিক কোম্পানির মধ্যে নয়টি কোম্পানি তাদের ২০২২ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
নয়টি বহুজাতিক কোম্পানির মধ্যে, চারটি কোম্পানির আগের হিসাববছরের তুলনায় ২০২২ হিসাববছরে মুনাফা বেড়েছে। বাকি ৫ কোম্পানির মুনাফা কমেছে। সূত্র ডিএসই
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে তাদের উৎপাদন খরচ এবং অন্যান্য ব্যয় বৃদ্ধির কারণে কোম্পানিগুলি সদ্য সমাপ্ত বছরে লোকসানের সম্মুখীন হয়েছে।
এদিকে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও তাদের মুনাফায় ধস নামিয়েছে বলছেন বাজার সংশ্লিষ্টরা।
রবির সিইও রাজীব শেঠি বলেছেন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির হারও টেলিকম কোম্পানিটির আর্থিক কর্মক্ষমতাকে প্রভাবিত করেছে।
২০২২ হিসাববছরে সিঙ্গার বাংলাদেশের নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৩০ লাখ টাকা। ২০২১ হিসাববছরে এর পরিমাণ ছিল ৫১ কোটি টাকা।
এ মুনাফা ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির গত বছর ১৪ বছরের মধ্যে সবচেয়ে কম নিট মুনাফা।
কোম্পানিটি জানিয়েছে, গত বছর পণ্য বিক্রির খরচ অনেক বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে কাঁচামালের মূল্যবৃদ্ধি, এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বেড়েছে উৎপাদণ খরচ।
লিন্ডে বাংলাদেশ লিমিটেড, দেশের একটি মেডিকেল এবং শিল্প গ্যাস প্রস্তুতকারক কোম্পানি ,গত ছয় বছরের মধ্যে ২০২২ হিসাবছরে সর্বনিম্ন নিট মুনাফা করেছে কোম্পানিটি।
লিন্ডে বাংলাদেশ ২০২২ হিসাববছরে ৮৮ কোটি ৩২ লাখ নিট মুনাফা করেছে । আগের বছরে এর পরিমাণ ছিল ১২২ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২৮ শতাংশ।
এদিকে, উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য গত দুই বছরে উল্লেখযোগ্য বিনিয়োগ করা সত্ত্বেও, টাইলস, স্যানিটারিওয়্যার এবং চীনামাটির বাসন থালাবাসনের নেতৃস্থানীয় প্রস্তুতকারক আরিএকে সিরামিকের মুনাফা ২০২২হিসাববছরে কমেছে প্রধানত উৎপাদন খরচ বৃদ্ধির কারণে।
আলোচ্য হিসাববছরে কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের তুলনায় ২৫.৫ শতাংশ কমেছে। মূলত গ্যাসের অপ্রতুলতা, কাঁচামালের দাম বৃদ্ধি এবং টাকার অবমূল্যায়নের কারণে কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। আরিএকে সিরামিকের নিট মুনাফা আগের বছরের ৯০ কোটি টাকা থেকে ২০২২ সালে ৬৭ কোটি টাকায় নেমে এসেছে।
অপরদিকে, ডেটল এবং লাইসল প্রস্তুতকারক রেকিট বেনকিজারের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাববছরে নিট মুনাফা
৬৫ কোটি ৯১ লাখ টাকায় নেমে এসেছে, যা গত বছরের তুলনায় ১৮.৪৪ শতাংশ কমেছে।
২০২১ সালে কোম্পানিটির মুনাফা ছিল ৮০ কোটি ৮১ লাখ টাকা।
এছাড়াও, দেশের বৃহত্তম টেলিকম অপারেটর - গ্রামীণফোনের নিট মুনাফা ২০২২ সালে আগের বছরের তুলনায় ১২.০৯ শতাংশ কমেছে।
গ্রামীণফোনের নিট মুনাফা ২০২২ হিসাববছরে তিন হাজার ৯ কোটি টাকা হয়। আগের বছরে কোম্পানিটি ৩ হাজার ৪১২ কোটি টাকা নিট মুনাফা করেছিল।
নিট মুনাফা কমার কারণ হিসেবে কোম্পানিটি বলছে, গত বছর বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়ণের কারণে ২০২২ সালে নিট মুনাফা আগের বছরের তুলনায় কমেছে।
রবি আজিয়াটা, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর, ২০২২ হিসাববছরে কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের তুলনায় ১.৬৬ শতাংশ বেড়েছে।
বিপরীতে, ২০২২ হিসাববছরে , ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের কর-পরবর্তী মুনাফা হয়েছে ১ হাজার ৭৮৭ কোটি টাকা। আগের বছরে এর পরিমাণ ছিল ১ হাজার ৪৯৭ কোটি টাকা। শতাংশের হিসেবে আগের বছরের তুলনায় ২০২২ সালে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৯.৪ শতাংশ।
২০২২ সালের ডিসেম্বরে শেষ হওয়া হিসাববছরে সিমেন্ট নির্মাতা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের (এলএইচবিএল) শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। ২০২১ হিসাববছরে এর পরিমাণ ছিল ৩ টাকা ৩৪ পয়সা।
পাশাপাশি , ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের নিট মুনাফা ২০২২ হিসাববছরে আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বেড়েছে।