বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে। ঢাকায় ফিরে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে পেঁয়াজ আমদানি করার পদক্ষেপ নেওয়া হবে। দ্রুতই পেঁয়াজ আমদানি করা হবে।’
শনিবার সকালে রংপুর শহরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানিকৃত পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি। সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের চেষ্টা করছে।’
বিএনপির আন্দোলনের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘তারা রাজনীতির মাঠ গরম রাখার জন্য এসব করছে। কিন্তু জনগণ তাদের সঙ্গে নেই।’