২০২৫ সালে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ১০ শতাংশ বাড়বে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
তিনি বলেন, চলতি অর্থবছরের শেষে রপ্তানির পরিমাণ হবে ৭.৫ শতাংশ। অর্থবছর শেষে যা ৪১ বিলিয়ন ডলারে দাঁড়াবে।
রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিএমইএ সভাপতি।
ফারুক হাসান বলেন, আগামী অর্থবছরের জাতীয় বাজেটে তাদের (বিজিএমইএ) দুটি প্রত্যাশা রয়েছে।
বাজেটে পাঁচ বছরের জন্য এ খাতে সহজ ও একটি নির্দিষ্ট নীতিমালা চেয়েছেন তিনি। এছাড়াও বিশ্ব বাজারের চাহিদা বিবেচনায় পোশাক এক্সপোতে বিশেষ প্রণোদনা দেয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে লাইসেন্স ও আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজতর করার দাবি জানান বিজিএমইএ সভাপতি।
বিজিএমইএ জানিয়েছে, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত "মেড ইন বাংলাদেশ সপ্তাহ" ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক পোশাক ফোরাম এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এ আয়োজন করবে।