প্রচ্ছদ ›› বাণিজ্য

পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ কার্যকরের দাবি

নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৩ ১৪:৪৯:৫৮ | আপডেট: ২ years আগে
পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ কার্যকরের দাবি

আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর হার ১ শতাংশ থেকে কমিয়ে করে ০.৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। যা আগামী ৫ বছর পর্যন্ত কার্যকর করা হবে।

বৃহস্পতিবার উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে ‘পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি’ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

আসন্ন বাজেটে রপ্তানির প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য পরিশোধিত ফি থেকে উৎসে আয়কর কর্তনের হার ২০ শতাংশ হতে কমিয়ে ১০ শতাংশ করার অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, এটা করা হলে উদ্যাক্তারা মধ্যমেয়াদি ব্যবসায়িক ও বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করতে পারবেন। আমরা বিবিধ খরচকে অগ্রহণযোগ্য হিসেবে গণ্য করে স্বাভাবিক হারে (৩০ শতাংশ) কর আরোপ না করে করপোরেট কর হার ১২ শতাংশ হারে আরোপ করার দাবি জানাই।

সংগঠনটি জানায়, এর ফলে পোশাক শিল্প টিকে থাকবে, রাজস্ব আসবে ও আরও নতুন কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি এ খাতের উদ্যোক্তারা আত্মবিশ্বাসের সঙ্গে মধ্যমেয়াদি ব্যবসায়িক ও বিনিয়োগ পরিকল্পনা করতে পারবে।

একইভাবে তৈরি পোশাক রপ্তানিতে নগদ সহায়তার ওপর ১০ শতাংশ কর প্রত্যাহারের দাবি জানান বিজিএমইএ সভাপতি। যেহেতু নগদ সহায়তা কোনো ব্যবসায়িক আয় নয়, তাই নগদ সহায়তার অর্থকে করের আওতার বাইরে রাখাই যুক্তিসংগত।

ফারুক হাসান বলেন, আমাদের সুপারিশগুলো বিবেচনার জন্য আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে আগের মতো ০.৫০ শতাংশ করে আগামী ৫ বহর পর্যন্ত কার্যকর করা।