বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
তিনি জানান, পোশাক শিল্পের সুযোগগুলো খুঁজে বের করে ইতিমধ্যে বেশ কয়েকটি গবেষণা প্রকল্পে অর্থায়ন করেছে কোরিয়ায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)।
মঙ্গলবার আইএফসি'র প্রতিনিধি জিওন জেনিস রাইউর সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন বিজিএমইএ সভাপতি।
তিনি জানান, গবেষণাগুলোর মধ্যে একটির লক্ষ্য হচ্ছে- বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের জন্য নন-কটন টেক্সটাইল এবং পোশাকের সম্ভাব্য সুযোগ চিহ্নিত করা। একইসঙ্গে এই অঞ্চলে বাংলাদেশের সার্বিক প্রতিযোগী সক্ষমতা ও শক্তি বৃদ্ধির জন্য একটি কৌশল প্রণয়ন করা।
বৈঠকে পোশাক, টেক্সটাইল শিল্প সংক্রান্ত বিভিন্ন ইস্যু, বিশেষ করে এ খাতের চ্যালেঞ্জ এবং পরিবেশগত টেকসই উন্নয়ন তরান্বিত করার উপায়গুলো নিয়ে আলোচনা করেন তারা।
কোরিয়ায় আইএফসি প্রতিনিধিকে কোরিয়ান দৃষ্টিকোণ থেকে টেকসই উন্নয়ন ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা বিনিময়ের জন্য অনুরোধ জানান ফারুক হাসান।
বৈঠকে আইএফসি'র সহযোগিতায় গৃহীত প্যাক্ট প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের পোশাক খাতে পানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানোর ফলাফলসহ বাংলাদেশের পোশাক শিল্পে পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে অর্জিত অগ্রগতি তুলে ধরেন বিজিএমইএ সভাপতি।
"পার্টনারশিপ ফর ক্লিনার টেক্সটাইল: প্যাক্ট" প্রোগ্রাম কার্বন ফুটপ্রিন্ট এবং ওয়াটার ফুটপ্রিন্ট কমাতে অংশগ্রহণকারী কারখানাগুলোকে সহায়তা করে আসছে।