প্রচ্ছদ ›› বাণিজ্য

পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২২ ২০:০৭:১৭ | আপডেট: ৩ years আগে
পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের প্রস্তাব
সংগৃহীত

বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির কথা বিবেচনা করে তৈরি পোশাক শ্রমিকদের (আরএমজি) জন্য নতুন একটি মজুরি বোর্ড গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ফারুক হাসান বলেন, শ্রমিকরাই আমাদের মূল শক্তি। এর আগে শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের জন্য সরকারকে অনুরোধ করেছিলাম। এখন আমি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে আবারো অনুরোধ করছি।

পোশাক শ্রমিকদের জন্য বিদ্যমান মজুরি কাঠামো ২০১৮ সালের ডিসেম্বরে ঘোষণা করা হয়েছিল, যার মেয়াদ ২০২৩ সালের পর শেষ হবে৷ এতে বলা হয়েছে, মূল মজুরির ভিত্তিতে প্রতি বছর ৫ শতাংশ করে শ্রমিকদের বেতন বাড়াতে বাধ্য নিয়োগকর্তারা৷

কিন্তু শ্রমিকরা সেই সময় মজুরি কাঠামো মেনে নিতে অস্বীকার করে এবং সংশোধনের দাবিতে বিক্ষোভের ঘোষণা দেয়।

২০১৯ সালের ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা আট দিনের শ্রমিক অসন্তোষের পর একটি সংশোধিত বেতন কাঠামো ঘোষণা করে সরকার।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মুদ্রাস্ফীতি বেড়েছে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, যুদ্ধের কারণে আমাদের পণ্যের চাহিদা কমেছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।