তৈরি পোশাক শ্রমিকদের জন্য ১.৫ কোটি ডোজ করোনার টিকা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
করোনা মহামারি চলাকালীনও দেশের অর্থনীতি রক্ষার জন্য পোশাক শ্রমিকরা কাজ করছে উল্লেখ করে এই দাবি করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
রোববার টেক্সটাইল টুডে আয়োজিত টেক্সটাইমের সপ্তম পর্বে ‘ওয়ার্কিং টুগেদার টু রিগেইন এক্সপোর্ট’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসময় তিনি বলেন, ‘গার্মেন্টস শিল্পে চার লক্ষ শ্রমিক রয়েছেন। তবে তাদের পরিবারের সদস্যদের গণনা করলে আনুমানিক ১.৫ কোটি ডোজ ভ্যাকসিনের প্রয়োজন হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং টেক্সটাইল টুডে’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক আমিন।