দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শুরু হলেও পৌনে ২ ঘণ্টার মাথায় সবকটি সূচকের পতনে হয়েছে ।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর পৌনে ২ ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে অবস্থান করে ৬ হাজার ৯৮৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৪৬২ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ৬৫১ পয়েন্টে।
বুধবার বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার।