প্রচ্ছদ ›› বাণিজ্য

প্রণোদনার ঋণ পেতে ঘুষের শিকার ২৯ শতাংশ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২১ ১৮:৪৪:৪৮ | আপডেট: ৩ years আগে
প্রণোদনার ঋণ পেতে ঘুষের শিকার ২৯ শতাংশ ব্যবসায়ী

সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পেতে ২৯ শতাংশ ব্যবসায়ীকে ঘুষ দিতে হয়েছে।

বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনোমিক মডেলিং (সানেম) পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

শনিবার সংস্থার এক সংবাদ সম্মেলনে জরিপের ফল প্রকাশ করা হয়।

জরিপের ফলাফল অনুযায়ী, ২৯ শতাংশ ব্যবসায়ী দাবি করেছেন, সরকারি প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পেতে তাদের ঘুষ দিতে হয়েছিল।

এর আগে এক জরিপে ৭ শতাংশ ব্যবসায়ী এমন দাবি করেছিলেন।

জরিপে আরও দেখা গেছে, এপ্রিল-জুন ২০২১ এর চেয়ে জুলাই-সেপ্টেম্বর ২০২১ এ ব্যবসায়ীদের আত্মবিশ্বাসে উন্নতি হয়েছে।

ব্যবসা পরিচালনার পরোক্ষ খরচ কমাতে সরকারকে অবশ্যই সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ উন্নতি করতে হবে এমন পরামর্শ দিয়েছে সানেম।