ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। এ দিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ৩০৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময় ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স ৮.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৭.২৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৬.৬৪ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৫.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৫৯.৮৭ পয়েন্টে।
এ সময় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ১৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২ টির।
এদিকে, আজ নতুন সময়ে পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। লেনদেন সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়েছে এবং শেষ হবে দুপুর ১টা ৫০ মিনিটে। এরপর পোস্ট ক্লোজিং হবে আরও ১০ মিনিট।