প্রচ্ছদ ›› বাণিজ্য

প্রথম ত্রৈমাসিকে রাজস্ব সংগ্রহ ১৩ শতাংশ কমেছে: এনবিআর

নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২২ ২১:১৮:৫৩ | আপডেট: ২ years আগে
প্রথম ত্রৈমাসিকে রাজস্ব সংগ্রহ ১৩ শতাংশ কমেছে: এনবিআর

চলতি অর্থবছর ২০২২-২৩ এর প্রথম তিনমাসে (জুলাই থেকে সেপ্টেম্বর) রাজস্ব সংগ্রহ ১৩ শতাংশ কমেছে।

সোমবার এনবিআরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এনবিআরের মাধ্যমে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন দশমিক ৭০ লাখ কোটি টাকা।

এনবিআরের সাময়িক পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬৫ হাজার ৭৩৭ কোটি টাকা আদায় হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, এবার রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন করতে হলে অন্তত ৩১ শতাংশ আদায় বাড়াতে হবে।

যদিও এই লক্ষ্যমাত্রাকে অত্যন্ত ‘উচ্চাভিলাষী’ হিসেবেও উল্লেখ করেছেন তারা।

আগের অর্থবছরের একই সময়ের তুলনায় জুলাই-আগস্ট মাসে রাজস্ব বেড়েছে ২৩ শতাংশ। তারপরও প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবৃদ্ধি কমেছে।

গত অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল প্রায় ১৭ শতাংশ। সে তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব হ্রাস লক্ষ্য করা যায়।

রাজস্ব আদায় কমে যাওয়ার কোনো ব্যাখ্যা দেয়নি এনবিআর।

তবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমদানি কম হওয়ায় রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া অভ্যন্তরীণ বাজারে পণ্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) আদায়ে এর প্রভাব পড়েছে।

ফলে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে সামগ্রিক রাজস্ব সংগ্রহ হ্রাসের প্রবণতা দেখা যায়।