প্রচ্ছদ ›› বাণিজ্য

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেলের আয় বেড়েছে ২৫ গুণ

আনিসুর রহমান সুমন
১৪ নভেম্বর ২০২২ ২০:৩২:৫৯ | আপডেট: ২ years আগে
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেলের আয় বেড়েছে ২৫ গুণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল দশমিক শুন্য ২ পয়সা। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৫০ পয়সা বা ২৫ গুণ। শতাংশের হিসেবে বেড়েছে আড়াই হাজার শতাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের মালিকানায় রয়েছে পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিন এবং চার তারকা হানসা রেসিডেন্স।  

এ বিষয়ে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের কোম্পানি সচিব মো. শরীফ হাসান দ্য বিজনেস পোস্টকে বলেন, গত বছরে মহামারি করোনার কারণে বিদেশিদের আগমন কমে যাওয়ায় কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রমে ভাটা দেয়ায় প্রতিষ্ঠানটির ব্যবসা ভালো হয়নি। বিপরীতে এ বছর মহমারি করোনার প্রভাব কাটিয়ে উঠার ফলে এ বছর হোটেলটির ভালো আয় হয়েছে। যার ফলে এ প্রান্তিকে আয় ২৫ গুণ বেড়েছে।

আলাচ্য প্রান্তিকে ইউনিক হোটেলের আয় হয়েছে ৬৫ কোটি ৯২ লাখ ৭৯ হাজার ৬২৫ টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৯ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৮২৫ টাকা। সে হিসেবে আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ৪৬ কোটি ৭ লাখ ১৮ হাজার ৮০০ টাকা।

২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির নিট লাভ হয়েছে ১৫ কোটি ৩৫ লাখ ১২ হাজার ১৭৭ টাকা। গত বছরে এর পরিমান ছিল এক লাখ ৪৫ হাজার ৫৮৫ টাকা।

সে হিসেবে আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট লাভ বেড়েছে ১৫ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ৫৯২ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৫ টাকা ২৮ পয়সা । শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ০৪ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে ৪৭ পয়সা।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট ২০১২ সালে পুঁজিাবাজারে তালিকাভুক্ত হয়। করোনাকালীন সময়ে ২০২০ সালের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাবের পর শেষ প্রান্তিকের লোকসানের কারণে কোম্পানিটির আয় কমে গিয়েছিল। তারপরেও হোটেলটি শেয়ারহোল্ডারদের ২০২০ এবং ২০২১ সালে ১০ শতাংশ করে নগদ ডিভিডেন্ড দিয়েছিল। এবং ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নেয়।

সোমবার কোম্পানিটি সর্বশেষ লেনদেন হয়েছে ৫৭ টাকা ৪০ পয়সায়।